১৭ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ১৭ অষ্টোবর ২০১৯ রোজ: বৃহস্পতিবার, সকালে নাসিরনগর থানা পুলিশের এস.আই ফারুক আহম্মদ পাটওয়ারী ও এ. এস. আই রিপন চক্রবতর্ী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলীয়ারা গ্রামের সাজু মিয়া (৫০) কে ৫০পিস মরণ নেশা ইয়াবা সহ গ্রেফতার করে। সেই সাথে সি আর ৫৭৩/১৯এর গ্রেফতারী পরোয়ান ভূক্ত আসামী আহম্মদ আলীর ছেলে তিতন আলীকে গ্রেফতার করে। পুলিশ জানায় সাজু মিয়া কে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিলে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।