১৯ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
এনামুল কবির(মুন্না):ছাকত উপজেলা ঠিকাদার জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত উপজেলা ঠিকাদার শ্রমিকলীগ(রেজি নং-সিলেট ০১২) উপজেলার নোয়ারাই বাজারে ১৮ অক্টোবর শুক্রবার বিকাল ৩ ঘটি কার সময় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ছাতক উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আইনুল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন শ্রমিকদের নির্ধারিত দাবী মেনে নেয়ার জন্য লাফার্জ হোলসিম কর্তৃপক্ষকে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে দাবী মেনে না নেয়া হলে শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তোলবে বলে হুমকি প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মোবিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, ছাতক উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু বক্কর রাজা, ছাতক সিমেন্ট কারখানা সিবিএ সেক্রেটারী আব্দুল কদ্দুছ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক এমএইচ খালেদ, উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আওরঙ্গজেব খান, উজির আলী,এসময় উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি গিয়াস উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদকনবীর হোসেন স্বপন, দপ্তর সম্পাদকআব্দুর রহিম, অর্থ সম্পাদক মোর্শেদ মিয়া, প্রচার সম্পাদক রহিম আহমদ, সদস্য হিরন মিয়া, লায়েক মিয়া, মাছুম আহমদ, শ্রমিক নেতা আবু বক্কর সিদ্দীক, সাফাতুর রহমান,হেলাল আহমদ, আরিফ আহমদসহ শ্রমিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন তামিম আহমদ ও গীতা পাঠ করেন দিলীপ চক্রবর্ত্তী।
সরকার প্রচলিত নিয়ম অনুযায়ী দাবি গুলো হলঃ
,১.ব্যাক্তি গত ইনস্যুরেন্স/গ্রুপ বীমা করতে হবে।
২.বাৎসরিক বেতন সরকারি আইন অনুযায়ী(প্রাস্তাবিত ১২% হার)বৃদ্ধি করতে হবে।৩.বাৎসরিক ছুটি,উৎসব ছুটিসহ ২১ টি ছুটি কর্যকর করতে হবে।৪.ঈদের ছুটিতে কাজ করলে ৫ গুন হাজিরা দিতে হবে।৫.২৬ দিনে মাস এবং মাসের ৩ অথবা ৫ তারিখের মধ্যে বেতন দিতে হবে।
৬.শ্রমিক ও ঠিকাদার কতৃক দ্বিপাক্ষিক চুক্তি নামা প্রদান করতে হবে।৭.বৈশাখী উৎসব ভাতা বেতনের ২৫% দিতে হবে।৮.গ্রেজুয়টি প্রদান করতে হবে।৯.প্রভিডেন্ট ফান্ড দিতে হবে।১০.মেডিকেল সুবিধা ও বাসা বাড়া দিতে হবে।
১১.মেডিকেল ছুটি ১৪ দিন দিতে হবে।১২.৮ ঘন্টা পর অতিরিক্ত কাজ করার জন্য শ্রমিকে চাপ দেওয়া যাবে না।শ্রমিকের সম্মতি থাকলে অতিরিক্ত ১ ঘন্টার বিনিময়ে ২ ঘন্টার মজুরী দিতে হবে।১৩.শিফট এলাউন্স দিতে হবে।
১৪.কর্মরত অবস্থায় এক বেলা নাস্থা/খাবার দিতে হবে।
১৫.লোকেশন ভাতা প্রদান করতে হবে এবং ডাস্ট এলাউন্স দিতে হবে।১৬.শীত মৌসুমে শীতকালীন পোশাক দিতে হবে।১৭.কর্মরত অবস্থায় কোন প্রকার দূর্ঘটনা ঘটলে নিদিষ্ঠ ঠিকাদার শ্রমিকের সকল দায় ভার বহণ করতে হবে।১৮.কোন শ্রমিকে ছাঁটাই করিতে হইলে তাহার কারণ দর্শাইতে হবে।এবং ৩ মাস আগে জানাতে হবে।এবং ৬ মাসের বেতনসহ সম্মানে ছাড় প্রদান করতে হবে।
এছাড়া বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রধানের জোর দাবি জানান।আরো উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সকল সদস্যসহ এলাকার বিশিষ্ট মুরুব্বি ও সাংবাদিক প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।