২১ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, হোমনা সংবাদদাতা :
কুমিল্লার হোমনায় সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত করলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাপ্তি চাকমা । আজ সোমবার দুপুরে উপজেলা পোস্ট অফিসের সামনের সড়কে অভিযান পরিচালনা করে এ ফুটপাথ দখলমুক্ত করা হয় ।এ সময় হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। ইউএনও তাপ্তি চাকমা জানান
পোস্ট অফিসের সামনের সড়কে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখল করে আসছে । রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা ওই সব দোকানপাটের কারণে প্রতিদিনই রাস্তায় যানযটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের স্কুল ছুটির পর বাড়ি ফিরতে নানা জামেলা পোহাতে হয়। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের নিরাপদে চলাচলের স্বার্থেই ফুটপাতের ওই সব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।