২২ অক্টোবর২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি;
“দোষারপ নয়,জীবনের আগে জীবিকা নয়,সড়ক দূর্ঘটনা আর নয়” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখা ও ফুলবাড়ী থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
আজ সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তর থেকে এক র্যালীী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার অর্থ সম্পাদক আল-আমিন এর সঞ্চালনায় ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোছাঃ কানিজ আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলাম। অন্যান্যদের বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান। নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি মোঃ খাজানুর হায়দার লিমন, সাধারণ সম্পাদক মোঃ হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক এস.এম রাসেল পারভেজ প্রমূখ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।