২৮ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে,২৮ অক্টোরব ফেনীর ছাগলনাইয়া পৌর শহরস্থ জিরো পয়েন্ট চত্বরে ফেনী জেলা জাসদ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কথাগুলি বলেছেন,জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি।
ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ২৮ অক্টোরব বিকাল ৪ টায়,ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্ট চত্বরে জাসদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল দলটির জেলা কমিটি।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী ও ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।