July 11, 2025, 3:03 pm
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

দুটি কিডনি অকেজো হয়ে পড়া স্ত্রীকে বাঁচাতে বিত্তবানদের দরবারে হতদরিদ্র এক স্বামীর আকুতি

২৯ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃসাহেদা আক্তার বয়স (২৮) বছর এই বয়সেই নষ্ট হয়ে গেছে তার দুটি কিডনি।ব্যায়বহুল চিকিৎসা খরচ যোগানে অপারগ হওয়ায় বর্তমানে সে মৃত্যুর পথযাত্রী।এমতবস্থায় দুই সন্তানের জননী গৃহবধু সাহেদাকে বাঁচিয়ে রাখতে হলে দুটি কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎকরা।দুটি কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন প্রায় ২৮ লক্ষ টাকা।কিন্তু দরিদ্র স্বামীর আর্থিক স্বচ্ছলতা না থাকায় বর্তমানে তার বেঁচে থাকার আশা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।দুটি কিডনি অকেজো হয়ে পড়ায় তার হার্ট ও লিভারেও সমস্যা দেখা দিয়েছে।এমতবস্থায় শুধুমাত্র মহান আল্লাহ্ তাআলার রহমত ও আমাদের সমাজের বিত্তবানদের আর্থিক সাহায্যই হয়তো বা গৃহবধু সাহেদাকে বাঁচাতে পারে।দুই সন্তানের জননী এই গৃহবধু সাহেদা ফেনীর ফুলগাজী উপজেলার ধলিয়া গ্রামের মোঃএনামুল হক ভূঁঞার স্ত্রী ও বাঁশপাড়া গ্রামের জালাল আহমদের কন্যা। সরকারীভাবে চিকিৎসা চান সাহেদার স্বামী।সংকটাপন্ন অবস্থায় বেঁচে থাকা স্ত্রীকে বাঁচাতে তার অসহায় ও দরিদ্র স্বামী এনামুল,সমাজের বিত্তবান দয়ালু ব্যাক্তিদের আর্থিক সাহায্য কামনায় আকুল আবেদন জানাচ্ছেন।আর্থিক দুরাবস্থার কারণে বর্তমানে তার স্ত্রীর চিকিৎসার খরছ বহনে,অনেকটা অপারক হয়ে পড়েছেন বলে ও জানান স্বামী এনামুল।তিনি বলেন,আমার স্ত্রীর দুটো কিডনি অকেজো হয়ে পড়ার পর থেকে,ফেনী ডায়বিটিস হাসপাতালে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করিয়ে যাচ্ছি।এর জন্যে প্রতি সপ্তাহে আমাকে ১২ হাজার টাকা করে খরচ হচ্ছে।বর্তমান বিক্রি করার মত আমার আর কোন সম্পত্তি অবশিষ্ঠ না থাকায়,প্রতি সপ্তাহে ডায়ালাইসিসের এই খরচটা বহন করা এখন আমার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।আমার স্ত্রীর চিকিৎসার জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ আমার স্ত্রীর চিকিৎসা চালিয়ে যেতে পারব।দয়া করে আমার স্ত্রীর চিকিৎসার জন্য এগিয়ে আসুন।ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিছু সংখ্যক দয়াবান ব্যাক্তি তাদের সাধ্য অনুযায়ী,আমার স্ত্রীর চিকিৎসার্থে আর্থিক কিছু অনুদান প্রেরণ করেছেন।এইভাবে সকলেই যদি সহযোগিতার হাতটি বাড়ান তাহলে হয়তো আপনাদের প্রেরিত ক্ষুদ্র ক্ষুদ্র আর্থিক অনুদান,এক সময়ে বড় অংকের একটি অনুদানে পরিণত হয়ে,আমার স্ত্রীর বেঁচে থাকার স্বপ্ন বাস্তবে রুপান্তরিত হবে।আমার স্ত্রীর চিকিৎসার্থে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনায়-মোঃএনামুল হক ভূঁঞা, অগ্রনী ব্যাংক ছাগলনাইয়া শাখা ফেনী।হিসাব নং- ০২০০০০৯২৬০৪৭০ অথবা বিকাশে-০১৮১৯৮৩০০৮৩।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা