৩০ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর ফুলগাজী উপজেলাধীন ইব্রাহিম ব্রিক ফিল্ড নামে,একটি ব্রিক ফিল্ডের ইট তৈরীর কাজে ব্যাবহারিত বালু নিয়ে ২৯ অক্টোবর বিকালে বালু বোজাই একটি ট্রাক,ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক দিয়ে ফুলগাজীর ইব্রাহিম ব্রিক ফিল্ডের দিকে যাওয়ার পথে,বন্ধুয়া ব্রিজের বাঁক অতিক্রমকালীন ফুলগাজীর দিক থেকে আসা যাত্রিবাহী একটি সিএনজি অটোরিক্সা ট্রাকটির মুখোমুখী হয়েগেলে,ট্রাক চালক তাৎক্ষণিক সিএনজিটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে,সড়কের পাশে খাদের মধ্যে পড়ে ট্রাকটি উল্টেযায়।ট্রাকটি দুর্ঘটনায় কবলিত হওয়া কালীন ট্রাকের চালকসহ চালকের পাশের সিটে আরো দুই শ্রমিক মিলে মোট তিনজন ট্রাকটির ভেতর বসা ছিল।এই তিনজন সহ ট্রাকটি খাদে পড়ে উল্টে গেলেও আল্লাহ্ রক্ষা করায় ওই তিন জনের মধ্যে কারোর শরীরে সামান্যতম আঁছড় লাগে নি।একেই বলা হয় রাখে আল্লাহ্ মারে কে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।