January 11, 2025, 3:35 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

দোয়ারাবাজারে ভারতীয় মহিষের তাণ্ডব, আহত ১৫ জন

৩১ অক্টোবর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম

সুনামগঞ্জ(দোয়ারাবাজার)প্রতিনিধি :সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলায় চোরাকারবারীদের মাধ্যমে ভারত থেকে নেমে আসা মহিষের তাণ্ডবে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার কলাউড়া, রামসাইরগাও গ্রামগুলোতে তাণ্ডব চালায় এই মহিষটি।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারের কলাউড়া সীমান্ত দিয়ে গরু চোরাকারবারী ভারত থেকে বুধবার রাত্রে ৭টি মহিষ বাংলাদেশে আনেন।বৃহস্পতিবার দুপুরে মহিষ বালিউড়া বাজারে বিক্রির উদ্দ্যেশ্যে রওয়ানা দিলে একটি মহিষ পাগলামি শুরু করেন একপর্যায়ে কলাউড়া ও রামসাইরগাও এলাকার লোকজন মহিষটিকে আটকের চেষ্টা করলে অন্তত ১৫ জন আহত হয়।

মহিষের আক্রমণে কলাউড়া গ্রামের আহতরা হলেন- দুলু মিয়ার পুত্র ইব্রাহীম,সাদেক মিয়ার পুত্র খলিল মিয়া, সামাদ মিয়ার পুত্র আলমগীর হোসেনকে গুরুতর অবস্থায় সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।আহত বাকীদের নাম এখনো জানাযায়নি রিপোর্ট লেখা চলাকালীন(সন্ধ্যা ৬ ঘটিকা) পর্যন্ত মহিষ আটক করা সম্ভব হয়নি বলে জানাগেছে।

দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য উজায়ের হোসেন ফারুক বলেন, আলমগীর নামে একজন সিলেট ওসমানী মেডিক্যাল চিকিৎসাধীন আছেন,এখনো মহিষ আটক করা সম্ভব হয়নি।এলাকাবাসী আতংকিত অবস্থায় আছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:আবুল হাশেম বলেন,বিষয়টি আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা