১ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি : ‘‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা আনুষ্ঠিত হয় । সভায় উপজেলা চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, জেলা পরিষদ সদস্য ছানুয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কৃষক লীগের আহবায়ক ফরিদুল আলম আজাদ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, সাবেক প্রধান শিক্ষক মুজিবর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো: সরফিকুল ইসলাম সোহেল প্রমুখ বক্তব্য রাখেন ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।