২ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :
মুন্সীগঞ্জে গজারিয়ায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের সমবায় দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শনিবার (০২নভেম্বর) শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি রসুলপুর খেয়া ঘাট সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
র্যালী শেষে সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে সমবায় দিবস উপলক্ষে সমবায়ীদেরকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) এম ইমাম রাজী টুলু ,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমার নেকি (খোকন), মহিলা ভাইস চেয়ারম্যান , খাদিজা আক্তার (আখিঁ) প্রমুখ।
এছাড়া সমবায় দিবসে গজারিয়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী সমবায়ী, বিভিন্ন এনজিও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে উপজেলা সমবায় থেকে সমবায়ীদের কে পুরস্কার তুলে দেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।