November 23, 2024, 5:02 am

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ, সা. সম্পাদক উম্মে কুলসুম

৬ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

দশম জাতীয় সম্মেলনে কৃষক লীগের সভাপতি হয়েছেন সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি। বুধবার (৬ নভেম্বর) বিকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই বিগত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার সকাল ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর সোয়া ১টায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়।

বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে ১৩ জন প্রার্থী হন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১১ জন প্রার্থিতা প্রস্তাব করেন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের শীর্ষ নেতাদের নিয়ে ১৩ জন সভাপতি এবং ১১জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে কাদের হাতে নেতৃত্ব দেয়া যায় এ নিয়ে বৈঠকে বসেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গেও ফোনে আলোচনা করেন।

বৈঠক থেকে বের হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি হিসেবে সমীর চন্দ্র চন্দের নাম ও সাধারণ সম্পাদক হিসেবে উম্মে কুলসুম স্মৃতির নাম ঘোষণা করেন। কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পূর্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কৃষি উপকরণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। আর নতুন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধার একজন কৃতি সন্তান।

সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সময় ওবায়দুল কাদের বলেন, ১৩ জন সভাপতি এবং ১১ জন সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করা হয়েছে। তাদের মধ্যে কাকে সকলের দায়িত্ব দেয়া যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করার সিদ্ধান্ত হয়েছে। আশা করি এই সিদ্ধান্ত সবাই মেনে নিবেন। নতুন সভাপতি সাধারণ সম্পাদক আগামী ৭ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করবে।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সমীর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন বাংলার কৃষকের মুখে হাসি ফোটাতে কৃষক লীগ কার্যকর ভূমিকা রাখবে, একইসঙ্গে দলের কর্মসূচি সফল করতে দলীয় নেত্রীর হাতকে শক্তিশালী করতে কৃষক লীগ অগ্রণী ভূমিকা রাখবে।

নতুন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি বলেন, আওয়ামী লীগ সভাপতি আমাদের উপর আস্থা রেখে নতুন দায়িত্ব অর্পণ করেছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা প্রস্তুত রয়েছি। সারা বাংলার কৃষকদের সংগঠিত করে আরো শক্তিশালী হবে কৃষক লীগ।

কমিটি ঘোষণার সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষক লীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল হক রেজা উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা