January 11, 2025, 6:49 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

জামালপুরে বন্যা দূর্গত অতি দরিদ্র দূঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বাবদ নগদ অর্থ বিতরণ।

৭ নভেম্বর,২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল, জামালপুর \ জামালপুরের ইসলামপুরের বন্যা দূর্গত অতি দরিদ্র দূঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বাবদ জনপ্রতি নগদ ৪ হাজার ৫শ টাকা করে বিতরণ করা হয়েছে। বেসরকারী সংস্থা ইএসডিও গত বুধবার ইসলামপুরের উপজেলার বেলগাছা, চিনাডুলি ও নোয়ারপাড়া ইউনিয়ন সমূহের দূঃস্থ পরিবারের ১ হাজার ১০৩ জনকে এ সহায়তা প্রদান করা হয়েছে।বিশ্ব খাদ্য সংস্থার অর্থায়নে বুধবার সকালে ইসলামপুরের নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার বাড়ীতে স্থানীয় ৩০৩ জন অতি দরিদ্র দূঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বাবদ জরুরী অর্থ বিতরণ করা হয়েছে। একইদিন বিকালে ইসলামপুরের চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালামের বাড়ীতে চিনাডুলি ও বেলগাছা ইউনিয়নের ৮০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বাবদ জরুরী জরুরী অর্থ বিতরণ করা হয়েছে। ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নামের একটি বেসরকারী সংস্থার সহযোগীতায় পৃথক অনুষ্টানে খাদ্য সহায়তা বাবদ জরুরী অর্থ বিতরণ করা হয়েছে। ওইসব অনুষ্ঠানে ইসলামপুরের বেলাগাছা, চিনাডুলি ও নোয়ারপাড়া ইউনিয়ন সমূহের অতিদরিদ্র ১ হাজার ১০৩ জন পরিবারের প্রত্যেককে খাদ্য সহায়তা বাবদ নগদ টাকা দেওযা হয়েছে। এ কর্মসুচীর আওতায় প্রত্যেককে নগদ ৪ হাজার ৫শ টাকা হিসাবে সর্বমোট ৪৯ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে।ইএসডিও’র ওই অর্থ বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য সংস্থার এক্সটারনাল রিলেশন এন্ড কমিনিকেশন বিভাগের প্রোগ্রাম পলিসি অফিসার শশাঙ্ক চন্দ্র দাস, ইএসডিও’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসান জামান টুটুল, সৌহার্দ-৩ এর পিএম আতাউর রহমান আনসারী, ইএসডিও’র জোনাল ম্যানেজার প্রদীপ কুমার, ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর তহিদুর রহমান, ইসলামপুর উপজেলা পল্লী উন্নযন কর্মকর্তা নাসির উদ্দিন, চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, নোয়ারপাড়া ইউপি সদস্য আমিনুর ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা