৭ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী প্রতিনিধিঃফেনী জেলা শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় পলাশের নেতৃত্বে ফাঁড়ির এসআই মোঃশাহজাহান মিয়া ও এএসআই মোঃসোহল রানা,ফেনী সদর মডেল থানাধীন পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় টুষী নামক ভবনে,ইয়াবা ট্যাবলেটের একটি চালান লেনদেন হওয়ার বিষয় গোপন সংবাদ পেয়ে,ওই ভবনটিতে অভিযান চালায় শহর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সুদ্বীপ রায় পলাশ।অভিযানকালীন ভবনটির এক অংশে ভাড়ায় থাকা ফেনী সদর উপজেলাধীন,মাথিয়ারা গ্রামের,মৃতঃসৈয়দ আহাম্মদের পুত্র,চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ট্রাংক রোড়স্থ ব্লু কাট সেলুনের মালিক মোঃদিদার (৩২) কে ৩ শত পীস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করেন,শহর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সুদ্বীপ রায় পলাশ।গ্রেপ্তারকালীন অভিযান টিমে থাকা ফাঁড়ির অন্য দুই পুলিশ অফিসার ও উপস্থিত ছিলেন।পরে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামী মাদক ব্যবসায়ী দিদারের বিরুদ্ধে মাদক আইনে নিয়োমিত একটি মামলা দিয়ে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।