১৮ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, শহিদুল ইসলাম কাজল
, জামালপুরঃ দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পর্দাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দীপ্ত টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সোহরাব হোসেন বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ্ শিবলী সাদিক, নিবার্হী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম , জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জাতীয় পার্টি জামালপুর জেলার সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি ইকরামুল হক নবীন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীপ্ত টিভি তার ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই অনেক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে সুলতান সুলেইমান, ফাতমাগুল, দীপ্ত কৃষি অনুষ্ঠানগুলোর মাধ্যমে ভারতীয় চ্যানেল থেকে দেশীয় দর্শকদের ফিরিয়ে আনতে দীপ্ত টিভি সফল হয়েছে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শুভ্র মেহেদী , যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন , মুকুল রানা সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
পরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তানভীর আহমেদ হীরা উপস্থিত অতিথিবৃন্দদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।