January 11, 2025, 8:43 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

বড় ভাইয়ের মৃত্যু দণ্ডাদেশ রায় শুনে আত্মহত্যা করলো ছোটভাই

১৯ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃখাগড়াছড়ি জেলা আদালতে বিচারাধীন থাকা হত্যা মামলার রায়ে বড়ভাই মোঃশাহিন (২৩) এর মৃত্যুদণ্ডাদেশ রায় ঘোষিত হয়েছে শুনে,দীর্ঘ বছর যাবত ফেনীর ফুলগাজী উপজেলাধীন আমজাদ হাট ইউনিয়নস্থ দক্ষিণ ধর্মপুর গ্রামে,নানার বাড়ীতে থাকা ছোটভাই মোঃইয়াছিন (২০) নামে এক যুবক ১৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে,নানার বাড়ীর পুকুর পাড়ে একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।নানার বাড়ীতে আত্নহত্যাকারী ইয়াছিন,খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার শুকনাছড়ি গ্রামের,আবদুল মালেকের ছেলে।আত্নহত্যার সংবাদ পেয়ে ফুলগাজী থানার পুলিশ ইয়াছিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।ময়না তদন্ত শেষে ১৮ নভেম্বর গভীররাতে ইয়াছিনের পরিবারের সদস্যদের হাতে তুলেদেন পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান,ইয়াছিনের বড়ভাই শাহিন একটি হত্যা মামলায় আসামী ছিল।খাগড়াছড়ি আদালতে ওই মামলায় ১৭ নভেম্বর শাহিনের মৃত্যু দণ্ডাদেশ রায় ঘোষনা করা হলে,রায় ঘোষনার সংবাদ শুনে ওই রাতেই আত্নহত্যা করে ইয়াছিন।
ফুলগাজী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন,ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।আত্নহত্যার ঘটনায় ফুলগাজী থানায় একটি অপমৃত্যু মামলা ডাইরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা