January 11, 2025, 9:59 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

লবন গুজব প্রতিরোধে ছাগলনাইয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান,আটক-৬

২০ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী ছড়িয়ে দেওয়া লবন ঘাটতির গুজবের বাহিরে ছিলোনা ফেনীর ছাগলনাইয়া উপজেলার হাট বাজার গুলিও।তবে এই উপজেলার হাট বাজার গুলিতে লবন ঘাটতির গুজব প্রভাব বিস্তার করার পূর্বেই, গুজবে প্রভাবিত হয়ে লবনের নির্দিষ্ট মূল্যের চেয়ে উর্ধ্ব মূল্যে লবন বিক্রি প্রতিরোধ ও লবনের গুদামজাত করণ প্রতিরোধে প্রস্তুত ছিল,ছাগলনাইয়া থানা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ।ছাগলনাইয়া থানা এলাকায় যেন,লবন ঘাটতির গুজব প্রভাব বিস্তার করতে না পারে সে লক্ষে ১৯ নভেম্বর দিন ব্যাপী উপজেলার হাট বাজার গুলিসহ ছাগলনাইয়া পৌর শহরের ব্যবসায়ীদের উপর ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে পুলিশের একাধীক টিম নজরদারী অব্যাহত রেখেছিল।অপর দিকে জনগণ যেন,লবন ঘাটতির গুজবে কান দিয়ে অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে প্রতারিত না হয়,সে লক্ষে ছাগলনাইয়া পৌরসভার পক্ষে ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম.মোস্তফা ১৯ নভেম্বর দুপুরের পর থেকে শুধু ছাগলনাইয়া উপজেলায় নয়,সারা দেশে লবনের কোন ঘাটতি নেই মর্মে পৌর এলাকা ব্যাপী মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা মূলক প্রচারনা চালিয়েছেন।
এতকিছু করার পর ও সন্ধ্যার পর পর ছাগলনাইয়া পৌর শহরে হঠাৎ করে লবন ক্রয়ের ধুম পড়েযায়।এই সময়ে লবন ক্রয়ে গুজবে আক্রান্ত ক্রেতাদের উঁপছেপড়া ভীড় দেখে,মুহুর্তের মধ্যে ছাগলনাইয়া পৌর শহরের ছোট খাট দোকানে খুচরায় লবন বিক্রি করতো এমন কিছু অসাধু ব্যবসায়ী,লবনের কৃত্রিম সংকট দেখিয়ে লবনের নির্দিষ্ট মূল্যের চেয়ে উর্ধ্ব মূল্যে লবন বিক্রি করাসহ লবনের গুদামজাত করণের চেষ্টা করলে,সংবাদটি থানায় পৌঁছা মাত্র ছাগলনাইয়া থানা প্রশাসন তাৎক্ষণিক পৌর শহরে সাঁড়াশি অভিযান চালিয়ে,রিক্সা ভর্তি লবন বহনকৃত রিক্সাটি ও ওই রিক্সা চালকসহ উর্ধ্ব মূল্যে লবন বিক্রির অপরাধে আরো ৫ জন খুচরা লবন বিক্রেতা অসাধু ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।ছাগলনাইয়া পৌর শহরে গুজবকে পুঁজি করে উর্ধ্ব মূল্যে লবন বিক্রির অপরাধে ৫ জন ব্যবসায়ী গ্রেপ্তারের সংবাদটি উপজেলা ব্যাপী ছড়িয়ে পড়লে, উপজেলায় থাকা অন্যান্য হাট বাজারের ব্যবসায়ীগণ লবন বিক্রিতে গুজবে আর কান দেননি।
এদিকে ছাগলনাইয়া পৌর শহর থেকে গ্রেপ্তারকৃত ওই ৫ ব্যবসায়ীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার লক্ষে,তাদের পক্ষে সুপারিশকারী হিসেবে রাতে পৌর শহরের প্রায় শতাধীক ব্যবসায়ী, ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ্ উদ্দিনের কাছে গিয়ে,গ্রেপ্তারকৃত ৫ ব্যবসায়ী জীবনে আর কোনদিন গুজবে পড়ে এমন অপরাধ করবে না মর্মে তাদের জিম্মাদার হিসেবে উপস্থিত ব্যবসায়ীগণ মুচলেকা দেওয়ার শর্তে তাদেরকে প্রথম বারের মত ছেড়ে দিতে ওসি কে সুপারিশ করেন।ওসি পৌর শহরের ব্যবসায়ীদের সম্মানার্থে গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করে প্রথম বারের মত কারাগারে প্রেরণ না করে ছেড়ে দেওয়া যায় কিনা,সে বিষয় যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন বলে উপস্থিত ব্যবসায়ীদের আশ্বস্থ করেন।
পরে রাত সাড়ে ১০ টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে,ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহেরের মাধ্যমে আদালত বসিয়ে,গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের মধ্যে উপজেলাধীন উত্তর বাথানিয়া গ্রামের,মৃতঃআলী আহাম্মদের পুত্র,আনোয়ার হোসেনকে ১০ হাজার,পৌরসভাধীন মধ্যম মটুয়া গ্রামের,বেলায়েত হোসেনের পুত্র,শিপন (৩৫) কে ৫ হাজার ও পৌরসভাধীন উত্তর মটুয়া গ্রামের,আবু আহম্মদের পুত্র,শাহীনকে ৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন,ভ্রাম্যমান আদালতের বিচারক।বাকী রিক্সা চালকসহ অপর ২ দুইজনকে সাধারণ ক্ষমা করেন আদালত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা