৯ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় ৮ ডিসেম্বর সন্ধ্যায়,ফেনী নদী থেকে অবৈধ পন্থায় উত্তোলন করা বালু মহালের দখল নেওয়াকে কেন্দ্রকরে,সম্প্রতি ছাগলনাইয়া উপজেলা পৌর শহরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘোষনা প্রদানকারী,১০ নং ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক ও ওই ইউনিয়নের সরকারদলীয় নেতা জুলফিকার গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে,সিরাজুল ইসলাম নামে এক প্রবাসী ঘটনাস্থলে নিহত হয়েছে।এই সময় উভয় পক্ষের মধ্যে চলতে থাকা গোলাগুলির ঘটনায় আরো ৩ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় বর্তমানে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সংঘর্ষ পরবর্তী গোলাগুলির ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান মানিক ও জুলফিকারসহ উভয় গ্রুপের সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল এলাকাবাসী।পরে ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে ছাগলনাইয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে,ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।