১৮ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায় ৩ টি অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করে পুলিশ।
আজ বুধবার উপজেলার সেননগর বাজার থেকে পাখি গুলো উদ্ধার করে সেখানেই অবমুক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলার দক্ষিণ কান্দি গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোঃ তারা মিয়া ৩ টি অতিথি পাখি ( স্থানীয় ভাষায় অক্কা) অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ৯শ টাকা দিয়ে ক্রয় করে সকালে সেননগর বাজারে বিক্রি করতে আনেন। খবর পেয়ে আকস্মিক মেঘনা থানার এস আই আ: সাত্তার সঙীয় ফোর্স নিয়ে বাজারে এলে তারা মিয়া পালিয়ে গেলেও পাখি গুলো উদ্ধার করে সেখানেই অবমুক্ত করে দেন। এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমি পুলিশ পাঠাই এবং উদ্ধারের পর যেহেতু মেঘনায় বনবিভাগ নেই তাই সেখানেই অবমুক্ত করার নির্দেশ দেই।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।