১৯ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :
মুন্সীগঞ্জে গজারিয়ায় একটি বাড়িতে দুর্ধষ ডাকাতি হয়েছে। বৃহপতিবার দিবাগত রাতে উপজেলার টেঙ্গাচর ইউনিয়নে মধ্য ভাটেরচর গ্রামে জি.এম মোস্তফার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতেরা বিল্ডীংয়ে কলবসবল গেটের তালা ভেঙে নগদ টাকা প্রায় ১ লাক্ষ ৮৭ হাজার, ১৩ভরি সোনার গয়নাসহ তিনটি স্যামসাং টার্চ মোবাইল, পাশের রুমের ভাড়াটিয়া মো. আ. মান্নার দরজা ভেঙে ডাকাতরা ২টি টার্চ মোবাইল, নগদ ২৫হাজার টাকা, ৫ ভরি সোনার গয়না লুট করে নিয়ে যায়।
গৃহর্কতা জি.এম মোস্তফার ভাষ্য অনুযায়ী ১০-১২ জন সশস্ত্র ডাকাত, ৬জন মুখোশ পরা ডাকাত বিল্ডীংয়ের ভিতর প্রবেশ করে তাঁদের অস্ত্রের মুখে বেঁধে নগদ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতেরা ভাটেরচর গ্রাম সংলগ্ন নদী পথে ইঞ্জিন চালিত নৌকা করে তাঁদের বাড়িতে আসে। জানতে চাইলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর-রশিদ বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে গৃহকর্তা জি.এম মোস্তফা বাদী হয়ে থানায় মামলা করেছেন। লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।