২৩ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনী জেলা পুলিশ প্রশাসনের অধীনস্থ ছাগলনাইয়া ও পরশুরাম থানায় দায়িত্ব পালনকারী,সহকারী পুলিশ সুপার এএসপি (সার্কেল) গণের দায়িত্ব পালনে এতদিন সরকারী কোন গাড়ী ছিলো না।এই পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তার জন্য এই প্রথম সরকারীভাবে গাড়ী বরাদ্দ দেওয়া হলো।
এতদিন এই পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাগণ নিজ দায়িত্ব পালনে ব্যাক্তিগত গাড়ী ব্যাবহার করলে ও সম্প্রতি পুলিশ সদর দপ্তর কর্তৃক ছাগলনাইয়া এবং পরশুরাম থানার দায়িত্বে থাকা এএসপি সার্কেলের জন্য নতুন গাড়ী বরাদ্দ দিয়েছে সরকার।সে হিসেবে ছাগলনাইয়া ও পরশুরাম থানায় বর্তমানে দায়িত্বরত এএসপি সার্কেল নিশান চাকমা ২২ ডিসেম্বর সরকারীভাবে বরাদ্দকৃত নতুন গাড়ী পেলেন।এইদিন বিকালে এএসপি সার্কে নিশান চাকমার হাতে সরকারীভাবে বরাদ্দকৃত নতুন গাড়ীর চাবি তুলে দিলেন,ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুনব্বী বিপিএম,পিপিএম।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।