২৩ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় আগুনে পুরিয়ে যাওয়া ঘর বাড়ি পরিদর্শনে গেলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। আজ সোমবার উপজেলার চন্দনপুর গ্রামে এ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন প্রমুখ। উল্লেখ্য শনিবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে উপজেলার চন্দনপুর গ্রামের মো: জুলহাস মিয়ার চৌচালা বসত ঘর পুড়ে ছাই হয়ে যায় এ বিষয়ে বিন্দুবাংলা টিভি. কম এ একটি সংবাদ প্রকাশ করা হয়। পরে ক্ষতিগ্রস্ত পরিবার কে সান্ত্বনা ও সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।