৭ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মালায় এশিয়া সংবাদদাতা : আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশ্রাফের স্বরণ সভা পালন করেছেন মালায় এশিয়া যুবলীগ। গত রোববার স্থানীয় সময় বাদ মাগরিব মালায় এশিয়া যুবলীগের প্রধান কার্যালয় কুয়ালালামপুরে এ সভা অনুষ্ঠিত হয়। মালায় এশিয়া যুবলীগের যুগ্ম আহবায়ক মনছুর আল বাসার সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালায় এশিয়া আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অহিদুর রহমান অহিদ,। মাসুদুল আলম রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, আশ্রাফুল ইসলাম সোহেল প্রমুখ। এ সময় বক্তারা সৈয়দ আশ্রাফের বিভিন্ন কর্মকাণ্ডের উপর স্বৃতিচারণ বক্তব্য প্রদান করেন ও মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।