October 14, 2025, 2:43 am
সর্বশেষ:
সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত?

ভাটেরচর সংযোগ সড়কে ওভার পাসের অভাবে ঘটছে দূর্ঘটনা

৭ জানুয়ারি ২০২০ইং, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভাটেরচর নতুন রাস্তা মোড়ে( সংযোগ সড়কে)ওভার পাস না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর সংযোগ সড়ক টি কুমিল্লার উত্তরাঞ্চলের মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। মেঘনা, হোমনা, মুরাদ নগর, দেবিদ্বার সহ বি বাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সাধারণ মানুষের নিরাপদ ও অতি সহজ, স্বল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে এই রাস্তাটি এখন অনেক জনপ্রিয়। সিএনজি, অটোরিকশা, বাস সহ প্রাইভেট কার চলাচলের পরিমান অনেক বেড়েছে। গুলিস্তান থেকে মেঘনা উপজেলায়’ মেঘনা সুপার সার্ভিস ‘ মিনি বাস চলায় খুব অল্প সময়ে নিরাপদ ভাবেই চলে আসতে পারতেছেন যাত্রীরা। বিশেষ করে মেঘনা উপজেলার সাধারণ মানুষ ২৪ ঘন্টা যাতায়াত করছেন এই রুটে। ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সাথে সংযোগ থাকায় রুট পারাপারের সময় দূর্ঘটনায় পড়তে হচ্ছে অনেককে। এ যাবতকালের অসংখ্য মানুষের জীবন হারাতে হয়েছে এই স্থানে। সাম্প্রতিক কালে মেঘনা উপজেলার ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের সভাপতি ডা. আনোয়ার সহ অনেকেই প্রান হারিয়েছে এই স্থানে। পথচারীদের সাথে সাথে যানবাহনের চলাচলের ক্ষেত্রে ইউটার্ণ করে ঘুরে আসতে অনেক গাড়িকেই দূর্ঘটনার শিকার হতে হয়েছে। এই গুরুত্বপূর্ণ স্থানটিকে দূর্ঘটনা মুক্ত ও যানজট মুক্ত রাখতে ওভার পাস জরুরি। যাতে পথচারী ও যানবাহন নিরাপদে পারাপার করতে পারে। অনেক সংঘটন ফেসবুক ও সরাসরি মানব বন্ধন ও মহাসড়ক অবরোধ করেন এই দাবিতে। কোন দাবিই কর্তৃপক্ষের নজরে আসেনি। অথচ ঢাকা – চট্রগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত যাতায়াত করছেন সংশ্লিষ্ট মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পথচারীদের দাবী এখানে ওভার পাস করে নিরাপদ ভ্রমণে যেন কর্তৃপক্ষের সু মর্জি হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা