August 24, 2025, 12:45 am
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা মহাসড়কে অপরিকল্পিত ইউ-টার্ন: দুর্ঘটনার বড় কারণ জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকব না : সিইসি কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাত-আটজন পালালেও ধরা পড়লো এক চাঁদাবাজ তৃণমূলের নেতৃত্বে স্থবিরতা: গণতন্ত্র ও নতুন নেতৃত্ব তৈরির সংকট

ভাটেরচর সংযোগ সড়কে ওভার পাসের অভাবে ঘটছে দূর্ঘটনা

৭ জানুয়ারি ২০২০ইং, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভাটেরচর নতুন রাস্তা মোড়ে( সংযোগ সড়কে)ওভার পাস না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর সংযোগ সড়ক টি কুমিল্লার উত্তরাঞ্চলের মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। মেঘনা, হোমনা, মুরাদ নগর, দেবিদ্বার সহ বি বাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সাধারণ মানুষের নিরাপদ ও অতি সহজ, স্বল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে এই রাস্তাটি এখন অনেক জনপ্রিয়। সিএনজি, অটোরিকশা, বাস সহ প্রাইভেট কার চলাচলের পরিমান অনেক বেড়েছে। গুলিস্তান থেকে মেঘনা উপজেলায়’ মেঘনা সুপার সার্ভিস ‘ মিনি বাস চলায় খুব অল্প সময়ে নিরাপদ ভাবেই চলে আসতে পারতেছেন যাত্রীরা। বিশেষ করে মেঘনা উপজেলার সাধারণ মানুষ ২৪ ঘন্টা যাতায়াত করছেন এই রুটে। ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সাথে সংযোগ থাকায় রুট পারাপারের সময় দূর্ঘটনায় পড়তে হচ্ছে অনেককে। এ যাবতকালের অসংখ্য মানুষের জীবন হারাতে হয়েছে এই স্থানে। সাম্প্রতিক কালে মেঘনা উপজেলার ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের সভাপতি ডা. আনোয়ার সহ অনেকেই প্রান হারিয়েছে এই স্থানে। পথচারীদের সাথে সাথে যানবাহনের চলাচলের ক্ষেত্রে ইউটার্ণ করে ঘুরে আসতে অনেক গাড়িকেই দূর্ঘটনার শিকার হতে হয়েছে। এই গুরুত্বপূর্ণ স্থানটিকে দূর্ঘটনা মুক্ত ও যানজট মুক্ত রাখতে ওভার পাস জরুরি। যাতে পথচারী ও যানবাহন নিরাপদে পারাপার করতে পারে। অনেক সংঘটন ফেসবুক ও সরাসরি মানব বন্ধন ও মহাসড়ক অবরোধ করেন এই দাবিতে। কোন দাবিই কর্তৃপক্ষের নজরে আসেনি। অথচ ঢাকা – চট্রগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত যাতায়াত করছেন সংশ্লিষ্ট মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পথচারীদের দাবী এখানে ওভার পাস করে নিরাপদ ভ্রমণে যেন কর্তৃপক্ষের সু মর্জি হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা