৮ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, তিতাস সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনাধিকার প্রবেশ করে একদল দুর্বৃত্ত প্রধান শিক্ষক আবু তাহেরকে(৫৫) শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে । মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৬৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের শিক্ষক ও এলাকাবাসী সুত্রে জানা যায় একদল বখাটে প্রতিনিয়ত স্কুলের সামনে বসে মাদক সেবন করে।এতে প্রধান শিক্ষক আবুতাহের বাদা দিলে মাদক সেবীদের পক্ষ নিয়ে দড়িকান্দি গ্রামের মোস্তফা ও তার ছোট ভাই রাসেলসহ আরো অজ্ঞাত ৪/৫ জন আজ মঙ্গলবার সকালে স্কুলে এসে প্রধান শিক্ষকের গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসমন সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা জাহানারা ও সহকারী শিক্ষিকা রোজিনা ও কুহিনুর এগিয়ে এসে স্যারকে বাচাঁও বাচাঁও বলে চিৎকার করলে আশে পাশের লোকজন এসে প্রধান শিক্ষক আবু তাহেরকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। দুর্বৃত্তরা স্কুল ত্যাগ করে চলে যাওয়ার সময় একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর নিয়ে গেছে বলে সহকারী প্রধান শিক্ষিকা জানান। এঘটনায় আহত প্রধান শিক্ষক আবু তাহের বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম বলেন বিষয়টি আমি শুনেছি তবে এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সঠিক তদন্তের মাধ্যমে জরিতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।উপজেলা নিব্যাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন বিষযটি আমাকে জানিয়েছে,আমি তিতাস থানা অফিসার ইনচার্জকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি। এদিকে অভিযুক্ত মোস্তফা ও রাসেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্বভ হয়নি
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।