৯ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : পুলিশ জনতার আতংক নয় সেবক বললেন মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ। তিনি আজ উপজেলার মানিকার চর বাজারে “আপনার ওসি ” ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জনতার সাথে আলোচনা করার সময় এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা থানার এস আই আ: সাত্তার, মানিকার চর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি খন্দকার ইয়ানবী ধনু মিয়া, ভাওরখোলা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি নাজির হোসেন মেম্বার প্রমুখ। তিনি বলেন “মুজিব বর্ষের অঙ্গিকার , পুলিশ হবে জনতার ” জনগন যেন তার সমস্যার কথা জানাতে পুলিশের কাছে যেতে কোন প্রকার ভয় ভীতি, না পায় জনগন যেন বুঝতে পারে পুলিশ জনগনের বন্ধু এ বিষয়ে সচেতন করার জন্যেই আমরা জনবহুল এলাকায় “আপনার ওসি ” প্রকল্পটি হাতে নিয়েছি। আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করি আর যে কোন সমস্যা ফোন করে অথবা থানায় গিয়ে পুলিশকে নির্ভয়ে জানাতে পারে এই বিষয়ে সচেতন করাই আমাদের লক্ষ্য। সারা বাংলাদেশে এইবারে পুলিশ সপ্তাহের শ্লোগান কে বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের সাথে জনতার নিবির সম্পর্ক স্থাপন করে মুজিব বর্ষকে সার্থক করে তোলাই আমাদের লক্ষ্য।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।