১৮ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি’র সভাপতি- মো.সালাহউদ্দিন সরকার,
সাধারণ সম্পাদক- মো.ওসমান গণি ভূইয়া নির্বাচিত হয়েছেন। রাজধানীর সেগুনবাগিচায় আজ শনিবার কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির ২৭ জন কাউন্সিলর এই নির্বাচনে গোপন ব্যালটে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। সকাল ১১টা থেকে বেলা ০১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ‘সুপার সিক্স’ নেতা নির্বাচিত হয়েছেন- সভাপতি- মো.সালাহউদ্দিন সরকার,সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি- আলহাজ্ব আলী হোসেন মোল্লা, যুগ্ন-সম্পাদক- মো.মোয়াজ্জেম হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক (১)-মো.জহিরুল ইসলাম জাদু মোল্লা ও সাংগঠনিক সম্পাদক (২)- কাজী মো.কবির হোসেন সেন্টু।
এই সম্মেলনের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আক্তারুজ্জামান সরকার।
সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. এমদাদুল হক আখন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।