২১ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়াধীন ‘চেতনায় বাংলাদেশ’ এই শ্লোগানে উজ্জীবিত হয়ে একটি জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এর জন্যে সারাদেশে জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয়, সহ প্রতিটি বিভাগে ব্যুরো প্রধান নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা : উপজেলা প্রতিনিধি ( এস এস সি, ) ও জেলা ও ব্যুরো : এচ এস সি। সাংবাদিকতার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা লাগবে। আগ্রহীরা সিভি পাঠাতে পারেন এই ইমেইলে : biplob.01814909085@ gmail.com. সরাসরি : ঢাকা অফিস – পূর্ব ডগাইর ১৩৬১ ( পশ্চিম সানার পাড় ) আনোয়ার আলী ভবন, ৬৬ নং ওয়ার্ড ঢাকা দক্ষিন সিটি করপোরেশন । মোবাইল : ০১৭৮৯ – ৮৪৮০৭১।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।