২৭ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলার সেননগর বাজারে দুটি দোকানে চুরি হয়েছে। রোববার দিবাগত রাতে এ চুরি সংঘটিত হয়। এলাকাবাসী জানান, রাতে হালিম রেজা স্টোরের দোকানের পিছনের টিন কেটে ভিতরে ঢুকে নগদ টাকা সহ মালামাল নিয়ে যায়, অন্যদিকে একই সময়ে সোনা বন্ধু জুয়েলার্সের দোকানে দোকানের ভবনের পিছনের ওয়াল কেটে ভিতরে প্রবেশ করে সিন্ধুক ভেংগে নগদ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি হওয়ার আর্থিক ক্ষতি সম্পর্কে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে দুই দোকানে নগদ টাকা সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।