৭ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক প্রয়াত সাংবাদিক নাসির হোসেনের স্বরনে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার উপজেলা হল রুমে মেঘনা উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে এ সভা অনুষ্ঠিত হয়। মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ: মালেকের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লব সিকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দৈনিক সংবাদ ও বিজয় টিভির তিতাস উপজেলা প্রতিনিধি সাংবাদিক এম এ কাসেম ভূইয়া, সহ সভাপতি শহিদুজ্জামান রনি, সহ সভাপতি মোঃ মোহসিন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান , গজারিয়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক হালিমুল ইসলাম ছোটন , মেঘনা প্রেসক্লাব সহ সাংগঠনিক সম্পাদক আখিঁ আক্তার, অর্থ সম্পাদক আলম শাহ অয়ন, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ ইমাম হোসেন, মোঃ নাজিম উদ্দীন পূমুখ। বক্তারা নাসির হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সাংবাদিকরা তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এর আগে সাংবাদিকরা নাসিরের গ্রামের বাড়ি শেখের গাও কুলখানিতে যোগ দেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।