May 29, 2025, 4:37 pm
সর্বশেষ:
মেঘনা বিএনপি পূর্বের তুলনায় বেশি সু সংগঠিত হওয়ার পূর্বাভাস মেঘনায় জেগেছে ছাত্রদল ৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

” বসন্ত বাতায়ন “: এইচ কে হাসনা আক্তার

১৩ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : আজ দক্ষিনা বাতাস বহিতে শুরু করেছে।
আজ ফাগুনেরা আগুনে পুড়াতে ধরায় এসেছে।
তোমার উঠোনে ও কী বসন্ত বাতাসের ছড়াছড়ি।
ফুলকলিরা ‘ সব ঘুমের দেশ ছেড়ে জেগেছে শাখায় শাখায়।
ভ্রমরের গুঞ্জনে ঝিরিঝিরি সুরের মাখামাখি।
তুমি কি এখনো জানো না বসন্ত এসে গেছে।
দখিনা বাতায়ন খুলে গেছে।
কুকিলের আনাগোনা, মিষ্টি সুরে ধরাতল ভেসে গেছে।
চোখের ভিতর নেশা নেশা ঘুমেরা স্বপ্নের জাল বুনতে শুরু করছে।
মেঘেরা সাঁতরিয়ে আকাশে প্রতিযোগীতা শুরু করেছে।
উপচে উপচে ডেউ খেলছে প্রেমিকার কালো কেশ।
বক কনেরা অযথায় পাখা নাড়ায়,
রংতুলিরা ব্যস্ত হয়ে পরেছে ক্যনভাসে।
তুমি কি এখনো ও জানো না বসন্ত এসে গেছে।
শিল্পীরা মাতামাতি,ভালোবাসার রঙে মাখামাখি।
সরষে ফুলের পরাগ মেখে, রমনীর শরীর হয়ে গেছে হলুদ পাখি।
অযথায় ভালো লাগা, তীব্র আবেগের ডেউ খেলা মনে জোয়ারে ভাসে।
তুমি কি এখনো ও জানো না বসন্ত এসে গোছে।
কবিরা লিখতে বসে গেছে বসন্তের কবিতা,গায়কদল গাইতে শুরু করেছে।
প্রেমিক প্রেম রচনাতে ব্যস্ত,
শীতের কুয়াশা বিদায় নিয়েছে,
শীতের বুড়ি চাদর নিয়ে পালিয়েছে।
তুমি কি এখনো ও জানো না বসন্ত এসে গেছে।
ঝড়না ধারা ঝমঝমিয়ে।ঝরছে,
নদীরা জোয়ার ভাটায় চলছে
গাছেরা সবুজে সবুজে সাজিয়ে নিচ্চে নিজেদের।
কৃষ্ণচুড়া, পলাশ, টগর মাধবী লতা দোলছে
তুমি কি এখনো জানো না বসন্ত এসে গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা