১ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হাসিবুল হাসান আরিফ :কুমিল্লার মেঘনা উপজেলার মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ রোববার
নানা আয়োজনের মধ্য দিয়ে ২দিন ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শুরুতে ৫২এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জাননোর জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব সুবিদ আলী ভূইয়া এমপি শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে মুজাফফর আলী স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ফারাহ্ দীবা দীপ্তি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেজর জেনারেল অব সুবিদ আলী ভূইয়া এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদা ভূইয়া, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন শিকদার , উপজেলা নির্বাহী অফিসার প্রবির কুমার রায়। সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আবদুস সালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আ: সালাম, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন, আলম সরকার, কাইয়ুম সরকার, লিটন আব্বাসী সহ আরো অনেকেই। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।