January 8, 2025, 5:22 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

মেঘনায় অতর্কিত হামলায় আহত ৩, থানায় মামলা

১৬ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :কুমিল্লার মেঘনা উপজেলায় রাতের আধারে অতর্কিত হামলায় ৩ জন আহত ও ৭ জনকে আসামি করে থানায় মামলা করা হয়। ঘটনাটি উপজেলার দক্ষিনকান্দি গ্রামে শুক্রবার রাত ১০.০০ ঘটে। আহতরা হলেন মোঃমোশাররফ হোসেন, মমতাজ বেগম, সেলিম মিয়া। মামলার এজহার ও এলাকাবাসী জানায় চাওলা ঘাটা গ্রামের মাঈনুদ্দিন কয়েক মাস পূর্বে দক্ষিণ কান্দি গ্রামের শাহজালাল নামের এক যুবককে মালায়শিয়া নেন কাজের জন্য কিন্তু শাহজালাল যে কাজ দেওয়ার কথা সে কাজ না পেলে ফেরত চলে আসে এ স্থানীয় পঞ্চায়েত বিচার বসলে মিমাংসা না হলে এ শুক্রবার সন্ধার দিকে কথা কাটাকাটি হয় ৭ নং আসামি ইসমাইলের সাথে আহত মোশাররফের ভাই অরুণের সাথে এ বাজারে গুঞ্জন ও গ্রুপের সৃষ্টি হয়। মোশাররফ হোসেন অরুন রাত অনুমান ১০ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে তার বাড়ির সামনে ঝিল পাড় জামে মসজিদ সংলগ্ন পাকা সরকারি রাস্তায় গেলে পূর্বে থেকে উৎপেতে থাকা মামালায় উল্লেখিত আসামিগন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে আত্মচিৎকারে বাড়ি থেকে মোশাররফের স্ত্রী দেলোয়ারা বেগম, তার মা মমতাজ বেগম সহ আশপাশের লোকজন বেরিয়ে এলে হামলাকারীরা মোশাররফের সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় এতে আহত হন মমতাজ বেগম ও সেলিম মিয়া। পরে আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে মমতাজ বেগম, সেলিম কে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং মোশাররফ হোসেনের মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মোশাররফ হোসেনের স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামি করে ১৫ মার্চ মেঘনা থানায় মামলা করেন। আসামীরা হলেন মোছলেম মিয়া (৪৫), আল – আমিন, উভয় পিতা জজ মিয়া, হৃদয় মিয়া (২২), মোঃ মাছুম মিয়া উভয় পিতা – মোসলেম মিয়া, হাসিনা বেগম, স্বামী – মোসলেম মিয়া, ইসমাইল মিয়া (ইসু) পিতা মৃত ডেঙ্গু মোল্লা, শাওন মিয়া পিতা – কায়েছ মিয়া সহ অজ্ঞাত ৫ / ৬ জন। এ দিকে মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ কে আসামি গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনো গ্রেফতার হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা