১৮ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা পৌরশহরের ঢাকা-শেরপুর মহাসড়কের হলপট্রি মোড়ে বুধবার সকালে প্রাইভেটকার-মটরসাইকেল ও ভ্যান এর ত্রিমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে নকলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জীবন (২), রতন(৩৫), আনন্দ (১২), আছমা (৩০), আজিম (২), জেসমিন (২৫)কে গুরুত্বর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর জন হাবিবুর রহমান নকলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রাইভেটকারটি ও মটরসাইকেলটি জব্দ করে নকলা থানায় নিয়ে আসা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।