১৯ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুটি ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার উপজেলা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও সদস্য সচিব সালাউদ্দিন সরকার স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন করা হয়। উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপিতে জয়নাল আবেদীন সরকার কে আহবায়ক ও ডা.এম এ কাইয়ুম কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এবং বড়কান্দা ইউনিয়ন বিএনপিতে হাজী মোঃ আসাদ উল্লাহ কে আহবায়ক ও এম এম মিজানুর রহমান কে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়। আগামী ২১ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটি করে উপজেলা বিএনপির নিকট হস্তান্তর করার নির্দেশ প্রদান করা অনুমোদিত কমিটিকে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।