২২ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি জরুরি ঘোষণা দিয়েছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে। ঘোষণা টি উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সরকার এর ফেসবুক ওয়াল থেকে প্রচার করা হয়। তা হুবহু তুলে ধরা হলো :
দলীয় নেতৃবৃন্দের প্রতি একটি জরুরি ঘোষণা
মেঘনা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অন্যান্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিকলি দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন বিষয় নিয়ে পরামর্শ, আলোচনা, সমালোচনা এবং পর্যালোচনা করা যাবেনা।
দলীয় যেকোন আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমরা আন্তরিকভাবে গ্রহণ করবো, তবে তা হতে হবে যথাযথ দলীয় ফোরামে। এছাড়াও জরুরি বিষয়ে মন্তব্য বা পরামর্শ উপজেলা বিএনপির আহ্বায়ক/সদস্য সচিবের নিকট উপস্থাপন করা যেতে পারে।
আশাকরি দলের একনিষ্ঠ নেতাকর্মী যারা দেশে কিংবা বিদেশে আছেন তারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে-
মোঃ সালাহউদ্দিন সরকার
সদস্য সচিব, মেঘনা উপজেলা বিএনপি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।