২৫ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :কুমিল্লার মেঘনা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে গণ জমায়েত বন্ধে হাট বাজার গুলোতে অভিযান চালিয়েছেন উপজেলা ও পুলিশ প্রশাসন। আজ বুধবার উপজেলার কাশিপুর বাজার সহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালান ও মাইকিং করে বাড়িতে থাকার আহবান জানানো হয়েছে জনসাধারণকে। মুদি দোকান, ফার্মেসি ও কাচা বাজার ছাড়া সব দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য গত কয়েক দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে করোনা ভাইরাস প্রতিরোধে সঙ্গহীন থাকা সহ গণ জমায়েত বন্ধের ব্যপক প্রচারণা প্রশাসন, সংবাদমাধ্যম ও জনপ্রতিনিধি সহ সচেতন মহল চালালেও তেমন একটা গুরুত্ব না দেওয়ায় প্রশাসন সরেজমিনে গিয়ে কঠোর ভাবে নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবির কুমার রায়, অফিসার ইনচার্জ আবদুল মজিদ, সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান, প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।