December 22, 2024, 8:39 pm
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

করোনা পরিস্থিতি: কাজ করছে সেনা সদস্যদের ২৯০টি দল

২৬ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের ৬১টি জেলায় সেনাবাহিনীর আড়াই হাজারেরও বেশি সদস্য ২৯০টি দলে ভাগ হয়ে কাজ করছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এর সংক্রমণ এবং বিস্তৃতির ঝুঁকি বিবেচনায় সরকার সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়।  সিদ্ধান্ত অনুযায়ী ২৪ মার্চ প্রয়োজনীয় সমন্বয়ের পর ২৫ মার্চ থেকে মাঠ পর্যায়ে কাজে নামে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের ৬১টি জেলায় সেনাবাহিনীর সদস্যরা ২৯০টি দলে ভাগ হয়ে কাজ করছেন।  জেলা ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সেনাবাহিনী বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করছে।। পাশাপাশি তারা বিদেশফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিষয়টিও পর্যবেক্ষণ করছে।  করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উপকূলীয় তিনটি জেলায় নৌবাহিনীর সদস্যরাও একই দায়িত্ব পালন করছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা