August 24, 2025, 3:42 pm
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা মহাসড়কে অপরিকল্পিত ইউ-টার্ন: দুর্ঘটনার বড় কারণ জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকব না : সিইসি কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাত-আটজন পালালেও ধরা পড়লো এক চাঁদাবাজ তৃণমূলের নেতৃত্বে স্থবিরতা: গণতন্ত্র ও নতুন নেতৃত্ব তৈরির সংকট

যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার

২৬ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :
গোটা জাতি আজ অবরুদ্ধ, যুদ্ধে লিপ্ত , যে যুদ্ধ বেঁচে থাকবার।

যে যুদ্ধে নাস্তানাবুদ গোটা বিশ্ব। অচেনা সেই নতুন শত্রুর নাম করোনা ভাইরাস (কভিড- ১৯)। এই যুদ্ধে জয়ী হবার প্রধান ঢাল ঘরে অবস্থান। সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ।পরিস্কার পরিচ্ছন্নতা থাকা ও রাখা।

নাগরিকদের ঘরে অবস্থান নিশ্চিত করতে আজ থেকে সারা দেশে রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ সময় সেনাবাহিনীও মাঠে থাকবে। রাস্তায় বের হতে হবে শুধুমাত্র প্রয়োজনে। বের হলে পড়তে হবে পুলিশের জেরার মুখে। তবে এই কড়াকড়ির আওতামুক্ত থাকবে জরুরি সেবা।

মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার বলা হয়েছে, আজ থেকে শুরু হওয়া ১০ দিনের ছুটি বা সরকারি ও বেসরকারি অফিস এবং আদালতের জন্য প্রযোজ্য।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। আজ থেকে লোকজন যাতে রাস্তায় বের না হতে পারে, সেটা নিশ্চিত করতে বলেছেন আইজিপি। আর গতকাল থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ শুরু করেছে সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার আইএসপিআর থেকে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গা রেকি ও পর্যবেক্ষণ করছেন। কোথায় কোথায় ক্যাম্প প্রয়োজন, তা দেখা হচ্ছে। যেসব স্থান থেকে সেনানিবাসে ফিরে আসা সহজ বা কম দূরত্বের, সেখানে ক্যাম্প করা হবে না। এ যুদ্ধে ছাত্র, যুবকদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করা একটি নৈতিক দায়িত্ব । বিশ্ব বিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্ররা জাতির এই অন্তিম মুহুর্তে নিজেদের কে বিলিয়ে দিচ্ছে প্রশাসনের পাশাপাশি । সচেতনতা মুলক লিফলেটে বিতরণ , সামাজিক দূরত্ব বজায় রাখা সহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন অনেক এলাকায় । তেমনি কুমিল্লার মেঘনা উপজেলায় ও স্বেচ্ছাসেবক দের দেখা যায় এই অন্তিম মুহুর্তে উপজেলা চেয়ারম্যান এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থাপনা , মসজিদ , বাজার, সহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালিয়ে যাচ্ছেন। সংবাদ কর্মীরা এই যুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য নিজের জীবনবাজি রেখে ঘুরে বেড়াচ্ছেন। এই ভাবে সবাই যার যার অবস্থান থেকে সরকারি নিয়ম মানলে খুব শিগগিরই বাঙ্গালী জাতি বিশ্বকে তাক লাগিয়ে সৃষ্টি করবে নতুন ইতিহাস । প্রকৃতির বৈরি আচরণ কে সচেতনতার সাথে মোকাবেলা করতে হবে । যুবক, ছাত্ররাই পারে স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের এ যুদ্ধে সামিল করে জাতীকে রক্ষা করতে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা