• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর মেঘনায় সড়কের ইটচোর ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সেননগর আব্বাসীয়া মাদ্রাসার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

২৬ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :
গোটা জাতি আজ অবরুদ্ধ, যুদ্ধে লিপ্ত , যে যুদ্ধ বেঁচে থাকবার।

যে যুদ্ধে নাস্তানাবুদ গোটা বিশ্ব। অচেনা সেই নতুন শত্রুর নাম করোনা ভাইরাস (কভিড- ১৯)। এই যুদ্ধে জয়ী হবার প্রধান ঢাল ঘরে অবস্থান। সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ।পরিস্কার পরিচ্ছন্নতা থাকা ও রাখা।

নাগরিকদের ঘরে অবস্থান নিশ্চিত করতে আজ থেকে সারা দেশে রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ সময় সেনাবাহিনীও মাঠে থাকবে। রাস্তায় বের হতে হবে শুধুমাত্র প্রয়োজনে। বের হলে পড়তে হবে পুলিশের জেরার মুখে। তবে এই কড়াকড়ির আওতামুক্ত থাকবে জরুরি সেবা।

মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার বলা হয়েছে, আজ থেকে শুরু হওয়া ১০ দিনের ছুটি বা সরকারি ও বেসরকারি অফিস এবং আদালতের জন্য প্রযোজ্য।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। আজ থেকে লোকজন যাতে রাস্তায় বের না হতে পারে, সেটা নিশ্চিত করতে বলেছেন আইজিপি। আর গতকাল থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ শুরু করেছে সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার আইএসপিআর থেকে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গা রেকি ও পর্যবেক্ষণ করছেন। কোথায় কোথায় ক্যাম্প প্রয়োজন, তা দেখা হচ্ছে। যেসব স্থান থেকে সেনানিবাসে ফিরে আসা সহজ বা কম দূরত্বের, সেখানে ক্যাম্প করা হবে না। এ যুদ্ধে ছাত্র, যুবকদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করা একটি নৈতিক দায়িত্ব । বিশ্ব বিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্ররা জাতির এই অন্তিম মুহুর্তে নিজেদের কে বিলিয়ে দিচ্ছে প্রশাসনের পাশাপাশি । সচেতনতা মুলক লিফলেটে বিতরণ , সামাজিক দূরত্ব বজায় রাখা সহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন অনেক এলাকায় । তেমনি কুমিল্লার মেঘনা উপজেলায় ও স্বেচ্ছাসেবক দের দেখা যায় এই অন্তিম মুহুর্তে উপজেলা চেয়ারম্যান এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থাপনা , মসজিদ , বাজার, সহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালিয়ে যাচ্ছেন। সংবাদ কর্মীরা এই যুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য নিজের জীবনবাজি রেখে ঘুরে বেড়াচ্ছেন। এই ভাবে সবাই যার যার অবস্থান থেকে সরকারি নিয়ম মানলে খুব শিগগিরই বাঙ্গালী জাতি বিশ্বকে তাক লাগিয়ে সৃষ্টি করবে নতুন ইতিহাস । প্রকৃতির বৈরি আচরণ কে সচেতনতার সাথে মোকাবেলা করতে হবে । যুবক, ছাত্ররাই পারে স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের এ যুদ্ধে সামিল করে জাতীকে রক্ষা করতে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন