July 14, 2025, 12:11 pm
সর্বশেষ:
উপহারটা তার জন্য ছিল না দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার

গজারিয়ায় ঘরবন্ধী অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন প্রাশাসন ও জনপ্রতিনিধিরা

২৮ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দিনমুজরদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ইউ এন ও, এবং জন প্রতিনিধিরা,।

উপজেলার ৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা করোনা ভাইরাসে ঘর বন্ধী মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে, আজ শনিবার সকাল ১০টায় বালুয়াকান্দী ইউনিয়ন চেয়ারম্যান সহিদুজ্জামান জুয়েল১০০, বাউশিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান ১০০,প্যাকেজ, খাদ্য সামগ্রী চাউল,ডাল, তৌল, লবন, সাবান বিতরন করেন,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাসান সাদী, গজারিয়া পি আই ও জনাব তাজুল ইসলাম, পায়ে হেটে দরিদ্রমানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন, জনাব হাসান সাদী ঘরে দরজারর সামনে দাড়িয়ে খাদ্য সামগ্রী প্যাকেট হাতে দিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা আপনাদের খদ্য সামগ্রী দিচ্ছি, আপনারা জরুরী প্রয়োজন ছারা ঘরের বাহিরে যাবেন না , করোনা ভাইরাস প্রতিরোধ করুন সচেতন হউন, কিছুক্ষণ পরপর সাবান দিয় হাত ধুতে হবে,
এছাড়া টেংগারচর ইউনিয়ন, হোসেন্দী ইউনিয়ন, ও গজারিয়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করেন,
বালুয়াকান্দী ইউনিয়ন চেয়ারম্যান সহিদুজ্জামা জুয়েল বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি, দুয়েক দিনের মধ্যে ব্যাক্তি উদ্ধ্যাগে খাদ্য সামগ্রী দিবো,
বাউশিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি, রবিবার সমাজের বৃত্তবান ও আমার ইউ পি সদস্যদের নিয়ে বসবো উদ্দেশ্য ভয়াবহ করোনা ভাইরাসে ঘরে বন্ধি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা