January 12, 2025, 5:18 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় ১০ বছরের মেয়ে টেটাবিদ্ধ, আহত ১০

৩১ মার্চ বিন্দুবাংলা টিভি. কম, আ:হক :  আড়াইহাজার উপজেলার রাধানগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ১০ জনকে কে পিটিয়ে কুপিয়ে আহত করেছে। এদের মধ্যে ১০ বছরের এক মেয়েকে টেটাবিদ্ধ করে মারাত্মক আহত করা হয়েছে।

জানা গেছে, আড়াই হাজার উপজেলার রাধারনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হারুজ আলী ও মান্নান একই গ্রামের শেখ ফরিদ নামে এক যুবককে রাস্তায় মারধর করে। এসময় শেখ ফরিদ এর লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসলে মান্নানের পূর্ব প্রস্তুত রাখা ১০-২০ জনে একটি বাহিনী শেখ ফরিদের লোকজনের উপর হামলা চালায়। হামলায় শেখ ফরিদ (২৫), আলতাফ (২২) নাদিরা( ১০)সহ ১০ জন আহত হয়। আহত নাদিরাকে মাথায় টেঁটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মান্নান কালাপাহাড়িয়ার চাঞ্চল্যকর রুবেল হত্যার আসামি।

ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মাথায় টেঁটাবিদ্ধ অবস্থায় নাদিরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা