১ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা :
মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আমান কর্তৃক পরিচালিত “আফরোজা আমান সুলতানা ফাউন্ডেশন”উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৩০০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এর নির্দেশনায়, আফরোজা সুলতানা আমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আফরোজা সুলতানা আমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, ও মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আমান উল্লাহ আমান করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্দী কর্মহীন ৩০০ অসহায় পরিবারের পাশে দাড়ান। মালায়েশিয়া প্রবাসী আমান উল্লাহ আমান গণ মাধ্যমকে বলেন বাংলাদেশের দুর্দিনে তিনি নিজের এলাকার অসহায় গরিব দুঃখি মানুষের কথা ভেবে এই উদ্যোগটি নিয়েছি, আর আমি আশা করি সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে, তাহলে হয়তো এই মহামারী করোনা ভাইরাসের এই করুণ সময়ে অসহায় মানুষগুলো হয়তো ভালোভাবে চলতে পারবে, ওরা ভালোভাবে চললেই করোনাভাইরাস মোকাবেলায় আমরা সফল হতে পারব বলে বিশ্বাস করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।