২ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া
: গজারিয়ায় বাউশিয়া ইউনিয়নের পরিষদের উদ্যোগে মনার কান্দি এবং পুরান বাউশিয়া গ্রামে নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনার কান্দি এবং পুরান বাউশিয়া গ্রামের ২নং ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দলিল লেখক হাফেজ আহমদ প্রদান , ২ নং ওয়ার্ডের মেম্বার মো: বোরহান মিয়া, মোঃ সুমন প্রধান, জে এস শাহিন, মোঃ হনিফ মিয়া, মোঃ কামাল মেম্বার, মোঃ বেনজীর আহমেদ, মোঃ ফজলুল হক দেওয়ান, মো: সোহেল শাহারিয়া, জাহিদুল ইসলাম সুদীপ প্রমুখ । এসব খাদ্যদ্রব্যের মধ্যে আছে চাল,ডাল,লবণ, আলু, ও সয়াবিন তেল, সাবান, দেওয়া হয়েছে। বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বাউশিয়া ইউনিয়নে বিভিন্ন গ্রামে নিম্নআয়ের পরিবারের মাঝে অতি প্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।