২ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান,টাংগাইল সদর :
টাঙ্গাইলে করোনায় ঘরমুখো কর্মহীন হয়ে যাওয়া শতাধিক হত-দরিদ্রদের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে এইচ এসসি পরিক্ষার্থীরা।
বুধবার (১ এপ্রিল) সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করে এইচ এসসি পরিক্ষার্থীরা।এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে রয়েছ চাল, ডাল, আলু, লবন, তেলসহ আরো বিভিন্ন উপকরণ।
ত্রান বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলে রাফিউ খোশনবীশ এ্যালেক্স, গোপীনাথ সাহা, মিয়াদ, আব্দুল্লাহ, মৃদুল, রিফাত, ফারদিন প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।