২ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা।
কুমিল্লা হোমনায় এক পরিবারের তিনজনকে করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে বাড়িতে থাকার পরামর্শ দেন ইউএনও তাপ্তি চাকমা ।
খবর পেয়ে গতকাল বুধবার রাত সাড়ে আটটায় ওই বাড়িটি পরিদর্শনে যান ইউএনও। পরিদর্শকালে পরিবারের তিন জনের মধ্যে জ্বর, ঠান্ডা, সর্দি থাকায় তাদেরকে আলাদাভাবে বিশেষ সর্তকতা অবলম্বন করে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় সঙ্গে ছিলেন হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম. মাহাবুবুর রহমান।
ডা. মাহাবুবুর রহমান রোগীর স্বাস্থের সার্বিক পর্যবেক্ষণ করে চিকিৎসা দেন।
এর আগে তিনি উপজেলার বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে দূর থেকে হ্যান্ড মাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, রোগীর আগের থেকে এ্যাজমা সমস্যা আছে । বৃদ্ধ লোকটি পেশায় ঝাল মুড়ি বিক্রেতা।তারপরও পরিবারের সকলকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয় এবং বাড়ির বাইরে বের না হতে নিষেধ করা হয়েছে ।
পাশাপাশি প্রতি রাতেই ঘরবন্দি মানুষের মাঝে সরকারী ত্রাণ তহবিল থেকে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন ইউএনও তাপ্তি চাকমা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।