৫ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,হোমনা :
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘর বন্দী খেটে খাওয়া দিনমজুর শ্রমজীবী মানুষগুলোর মাঝে দলীয় নেতাকর্মীদের ত্রাণ বিতরণ নির্দেশের পাশাপাশি সংসদ সদস্য নিজেও দিচ্ছেন ত্রাণ সহায়তা।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘর বন্দী অসহায় শ্রমজীবী হতদরিদ্র মানুষের মাঝে দলীয় নেতাকর্মীদের ত্রাণ সহায়তা বিতরণের নির্দেশ প্রদান করেন হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। সংসদ সদস্যের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন সামর্থ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্ক্রম অবহ্যত। আজ দুই দিন যাবত সংসদ সদস্য নিজ হাতে বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ করছেন।
আজ রবিবার হোমনা পৌরসভা কার্যালয়ের সামনে করোনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া কর্মহীন ও অসহায় মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা প্রদান করেন তিনি।
এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা,এসিল্যান্ড তানিয়া ভূঁইয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার।
হোমনা পৌর মেয়র অ্যড. মো.নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন-সম্পাদক গাজী ইলিয়াস,পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স,জেলা জাতীয় শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, উপজেলা তাঁতীলীগ সভাপতি হারুন অর রশিদ, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।