১০ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মুন্সীগঞ্জে গজারিয়ায় হতদরিদ্র দিনমজুর অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি।
শুক্রবার (১০এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তারের নেতৃত্বে সদ্য তালিকা ভূক্ত অসহায় দুস্থ্যদের মধ্যে বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি উপজেলা বাসীকে উদ্দেশ্যে করে বলেন , প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে যে খাদ্য সামগ্রী আমাদের কাছে এসেছে আমরা আপনাদের কাছে পৌছে দিচ্ছি।
এ সময় তিনি আরও বলেন, করােনা ভাইরাস প্রতিরােধে আপনারা সরকারি আদেশ মেনে চলবেন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, একটু কষ্ট করে আপনারা হােম কোয়ারেন্টাইনে থাকুন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।