১৩ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ঝিনাইদাহ সংবাদদাতা :
স্থানীয়রা কেউ এগিয়ে না আসায় ঝিনাইদহে করোনায় মৃত এক ব্যক্তির জানাজা পড়ান স্থানীয় ইউএনও – বাংলাদেশ প্রতিদিন
সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন ঝিনাইদহ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বড় খাজুরা গ্রামের সামেদ আলী। শনিবার বিকালে গ্রামের বাড়িতে নেওয়া হয় তার লাশ। তবে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় দাফন করতে আসেনি এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা।
বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দেশে তার দাফন কাজে এগিয়ে যান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ পুলিশ সদস্যরা।
সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ। জানাজা শেষে নিজেরাই লাশের খাটিয়া বহন করে কবরস্থানে দাফন সম্পন্ন করেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম ও পুলিশ জানায়, শনিবার রাতে কাশি, সর্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করা ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।