১৪ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার মেঘনা উপজেলায় বহিরাগতদের হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করা, বাজার মনিটরিং সহ অযথা ঘুরাঘুরি ঠেকাতে সারাদিন ব্যস্ত সময় পার করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান। তিনি আজ সারাদিন সশস্ত্রবাহিনী নিয়ে না: গঞ্জ থেকে আশা দড়িকান্দি গ্রামে এক পরিবারের হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করেন, সেননগর বাজার সহ বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ঠেকাতে দোকানীও ক্রেতাদের সাথে মতবিনিময় করেন। এ দিকে ভাওরখোলা গ্রামের এক যুবককে অযথা ঘুরাঘুরি করতে দেখে ভ্রাম্যমাণ আদালতে ২০০ টাকা জরিমানা করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।