১৬ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
রাব্বি হাসানঃ কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ৭ং লুটেরচর ইউনিয়নের শেখের গাঁও গ্রামে করোনায় বিপাকে পড়া ২০০ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী দিয়ে পাশে দাড়িয়েছেন লুটেরচর ইউপি সদস্য আঃ হালিম রিপন।
বৃহস্পতিবার (১৬/৪/২০) সকাল থেকে শুরু করে শেখের গাঁও গ্রামের ২০০ টি পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য আঃ হালিম রিপন বলেন- আমি মানুষের পাশে সবসময় ছিলাম এখনো আছি। করোনায় কাজ হারিয়ে বিপাকে পড়া পরিবারের পাশে আমি সব সময় থাকবো ইনশাআল্লাহ।
ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি মানুষকে সচেতন করার বিভিন্ন সরকারি নিয়মনীতি আমি নিজে পালন করার পাশাপাশি জনগনকে সচেতন করছি।
সব সময় মানুষদের সামাজিক দূরত্ব বজায় রাখতে, পরিস্কার পরিচ্ছন্ন থাকতে বিভিন্ন
পদক্ষেপ ও নিয়েছি।
যতদিন বেচেঁ আছি অসহায় দরিদ্র মানুষের পাশে আছি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।